সিলেটে তাপমাত্রা ৩৭ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

সিলেটে তাপমাত্রা ৩৭ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা

সিলেটজুড়ে তাপমাত্রা বাড়ছে। শনিবারের মতো রোববারও (১৩ জুলাই) দিনজুড়ে বৃষ্টির দেখা মেলেনি। তবে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় (১২ জুলাই সকাল ৬টা থেকে ১৩ জুলাই সকাল ৬টা এবং ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বাতাসে আর্দ্রতার পরিমাণও কিছুটা কমেছে। সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে দাঁড়ায় ৫০ শতাংশে।

আগামীকাল ১৪ জুলাই সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট