হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫

হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকা থেকে ১৮৮০ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯, সিলেট।

র‌্যাব-৯ জানায়, ১১ জুলাই বেলা ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি যৌথ দল শালুটিকর ব্রীজের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি ডাম্পার ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে চালক সেটি উপেক্ষা করে দ্রুতগতিতে ঢাকার দিকে পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা হায়েস গাড়িযোগে ট্রাকটিকে ধাওয়া করে।

ট্রাকটি সিলেট-ঢাকা মহাসড়ক ধরে পালানোর সময় হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং এলাকায় হায়েস গাড়িকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে একটি সরু সড়কে প্রবেশ করে। এরপরও র‌্যাব সদস্যরা পিছু নেয়। একপর্যায়ে দক্ষিণ চর হামুয়া এলাকার একটি পাকা রাস্তার পাশে ট্রাকটি কাত হয়ে পড়ে। তখন ট্রাক থেকে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করে যে, ডাম্পার ট্রাকের পেছনের বডির বালুর নিচে বিদেশি মদ লুকানো রয়েছে। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে ট্রাকের বালুর নিচ থেকে ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।



গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ জীবন মিয়া (২৭), পিতা: শফিকুর রহমান, সাং: বারদী, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ এবং মোঃ আরিফ ভূইয়া (৩০), পিতা: মৃত আবুল কাশেম, সাং: সুফিরকান্দি, থানা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট