সিলেটে বিএনপির সাবেক সেক্রেটারিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

সিলেটে বিএনপির সাবেক সেক্রেটারিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস

সিলেটে রাজনৈতিক মামলায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেট জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক তাদেরকে খালাস প্রদান করেন।

মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ।

এডভোকেট সাঈদ আহমদ জানান, ২০১৪ সালে সিলেট এয়ারপোর্ট থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৭০ জনকে আসামী করা হয়েছিল। আজ বৃহস্পতিবার ওই মামলার রায় ছিল। মামলার রায়ে সবাই বেকসুর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্ত সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ বলেন- আলহামদুলিল্লাহ, ৩৮/১৬ জননিরাপত্তা আদালত থেকে ফ্যাসিস্টদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ভাইসহ অর্ধ শতাধিক নেতা আজকে বেকসুর খালাস পেয়েছি। সত্যের জয় অবশ্যম্ভাবী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট