পরীমণির মামলা খারিজ

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

পরীমণির মামলা খারিজ

Manual8 Ad Code

চিত্রনায়িকা পরীমণি কর্তৃক গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

Manual3 Ad Code

মঙ্গলবার (৮ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল জানান, পরীমণি ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’-এর অধীনে মামলাটি দায়ের করেছিলেন। কিন্তু চলতি বছরের ২১ মে সরকার ওই আইন বাতিল করে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। নতুন অধ্যাদেশে আগের মামলায় ব্যবহৃত ২৮ ও ৩১ ধারার কোনো বিধান না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।

Manual8 Ad Code

গত ২৩ এপ্রিল পরীমণি গৃহকর্মী পিংকি আক্তার এবং ‘সকল খবর’, ‘প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট’, ‘পিপল নিউজ’ ও ‘ডিজিটাল খবর’ নামের চারটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ভুয়া, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন তথ্য প্রকাশের অভিযোগ তোলা হয়।

পরীমণির অভিযোগে বলা হয়, চলতি বছরের ৫ মার্চ তিনি গৃহকর্মী হিসেবে পিংকি আক্তারকে নিয়োগ দেন। তবে ২ এপ্রিল পিংকি হঠাৎ বাসা ছেড়ে চলে যান এবং পরে বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যমূলক সাক্ষাৎকার দিয়ে তাঁর (পরীমণির) বিরুদ্ধে মিথ্যা ও অশালীন তথ্য ছড়ান। এতে পরীমণির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয় বলে অভিযোগ করেন তিনি।

Manual4 Ad Code

তবে এই মামলার ঠিক আগের দিনই পরীমণির বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন পিংকি আক্তার। সেই মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলমান রয়েছে।

Manual6 Ad Code


 

Manual1 Ad Code
Manual4 Ad Code