শ্রীমঙ্গলে গাছের সঙ্গে বাঁধা যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

শ্রীমঙ্গলে গাছের সঙ্গে বাঁধা যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় হৃদয় মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) সকালে ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলক কান্তি গুন জানান, নিহত যুবকের নাম হৃদয় মিয়া (ইয়াছিন)। তাঁর পিতার নাম লিটন মিয়া ও মায়ের নাম হাসিনা বেগম। হৃদয়ের পরিবার শ্রীমঙ্গল শহরতলির শাহীবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। তাঁদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট