বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ

Manual3 Ad Code

মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭ গোলে হারিয়েছে বাংলাদেশ।

রোববার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারায় পিটার বাটলারের শিষ্যরা।

Manual4 Ad Code

এদিন, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটের মাথায় শামসুন্নাহার জুনিয়রের গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত গোলে স্কোরলাইন ২-০ করে বাংলার মেয়েরা। ৪০ মিনিটে আবারও বাহরাইনের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোল করেন পোহাতি কিসকু। ম্যাচের অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

Manual4 Ad Code

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বাংলার মেয়েরা। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র‍্যাংকিং ১২৮তম, আর বাহরাইন আছে ৯২তম স্থানে।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে বুধবার (২ জুলাই) মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিকরা।

Manual3 Ad Code


 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code