সালুটিকর-গোয়াইনঘাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫

সালুটিকর-গোয়াইনঘাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সিলেটের সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কাজ আগামী ২৪দিনের মধ্যে শেষ করার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।

শনিবার (১৪ জুন) সালুটিকর বাজারে এলাকাবাসী আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই হুশিয়ারী দেন।

বক্তারা বলেন, ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন সালুটিকর-তোয়াকুল-বঙ্গবীর-গোয়াইনঘাট সড়কের ২০ কিলোমিটার আরসিসি ঢালাই কাজ শুরু হয় কয়েক বছর আগে। বছরে পর বছর পেরিয়ে গেলেও সড়কটি এখনো পুরােপুরি মেরামত না করায় এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কাজটি শুরু হয়। ঠিকাদার আওয়ামী লীগের হওয়াতে ৫ আগস্টের পর তিনি গ্রেফতার হন এবং কারাগারে রয়েছেন। অবশিষ্ট কাজ মাঝে মধ্যে অন্য ঠিকাদার দিয়ে করাচ্ছে এলজিইডি। তবে এই কাজ করা হচ্ছে খুবই নিম্ন মানের। কাজের সন্তোষ্টজনক কোন অগ্রগতি নেই।

এছাড়া ৫০ বছর মেয়াদী মান সম্পন্ন টেকসই কাজ হওয়ার কথা থাকলেও ঢালাই এখনই উঠে যাচ্ছে। একটি বারের জন্যেও প্রকল্প পরিচালক কাজ পরিদর্শনে এখানে আসেননি।

এদিকে, খানা খন্দে ভরা সড়কটিতে ভোগান্তির শিকার হচ্ছেন জন সাধারন। ফলে মানুষের ধৈর্যের সীমা ভেঙ্গে গেছে।

বক্তারা প্রকল্প পরিচালক,এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলীর অপসারণ এবং দিলওয়ার নামে বরিশালের ঠিকাদার এবং সাব ঠিকাদার ফয়সলকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক লুৎফুর রহমান ও মাষ্টার শামসুজ্জামানের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট-৪ সম্ভাব্য এমপি পদপ্রার্থী আব্দুল হাকিম চৌধুরী, আইনজীবী জমিয়ত ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সেক্রেটারী আনোয়ার হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মাষ্টার বুরহান, পশ্চিম জাফলং ইউপি সাবেক চেয়ারম্যান এম এ রহিম, তোয়াকুল মাদ্রাসার মাওলানা নজরুল ইসলাম দেওবন্দী, শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল আমিন হেলালী, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, সালুটিকর জাগ্রত জনতা সংগঠনের সভাপতি মাওলানা রফীক আহমদ মহল্লী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী,সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংবাদিক ইসলাম আলী, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ,আজির উদ্দিন মেম্বার, বিএনপি নেতা মোহাম্মদ আলী, অ্যাডভোকের মোবারক হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের মুনাইম, ছাত্রনেতা ফখরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাবুল, মাওলানা সাইদুর রহমান, অন লাইন মিডিয়া কর্মী পাবেল আহমদ, জামায়াত নেতা ইদ্রিস আলী,সালুটিকর বাজারের ব্যবসায়ী সালুটিকর বাজার জামায়াত ইউনিটের সভাপতি আনা মিয়া,জামায়াত নেতা হাজী আব্দুল মুহিত মাসুদ, বেলাল উদ্দিন, জসিম উদ্দিন, মাষ্টার আব্দুর রউফ, ব্যবসায়ী শওকত আলী, ফখরুল ইসলাম, আমিনুল হক, রুবেল আহমদ,নুরুল আলম, মাসুক আহমদ, মোশাহিদ আলী, মন্জুর আহমদ, বদরুল ইসলাম, মিনহাজ হোসেন, জাহেদ ইকবাল, তানিম, শামসুজ্জামান দীপন, শফিউল আলম অপু, সুমন, জাকারিয়া আহমদ, মতিউর রহমান, মাষ্টার ফয়সল আহমদ, আহসান কবির, উস্তার আলী, ছালিক আহমদ, ফয়েজ আহমদ, রাসেল আহমদ, শরীফ উদ্দিন, ইমাম উদ্দিন, মনসুর আহমদ, আমিনুর রশীদ, আব্দুল ওয়াদুদ, রায়হান আহমদ, কয়েছ আহমদ, ওলিউর রহমান, ইসমাইল আলী,জামাল আহমদ, আব্দুল গনি, কুতুব উদ্দিন, শ্রমিক নেতা আনছার আলী,আব্দুল গনি মঙ্গল প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট