কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সম্পাদক মাহবুবুর রশিদ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সম্পাদক মাহবুবুর রশিদ

Manual2 Ad Code

সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (১২ জুন) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিজাম উদ্দিন সভাপতি এবং মো. মাহবুবুর রশিদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

Manual4 Ad Code

এছাড়া নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (১) আব্দুন নূর, সহ-সভাপতি (২) তাওহীদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন এবং তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মাহফুজ সিদ্দিকী।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রেসক্লাবে এসে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। একই সময়ে কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. ফয়সল আহমেদের নেতৃত্বেও একটি দল নবনির্বাচিত সাংবাদিকদের অভিনন্দন জানান।

Manual3 Ad Code

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কমিটি সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন করায় সর্বমহলে প্রশংসা পেয়েছে।

Manual1 Ad Code


 

Manual1 Ad Code
Manual6 Ad Code