২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫
দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা
নিজস্ব সংবাদদাতাঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, আসন্ন ঈদ-উল আযহাকে ঘিরে আইন-শৃংখলা পরিস্থিতির যাতে কোন প্রকারের অবনতি না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের প্রত্যেকটি সেক্টরকে সতর্ক থাকতে হবে। মাদকদ্রব্যের ব্যাপক ছড়াছড়ি প্রতিরোধে আরো কঠোর হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মাদকের স্পটগুলো নিশ্চিত হয়ে প্রশাসন তথা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বর্তমান সময়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
গতকাল ২৭ মে মঙ্গলবার বিকেলে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মুন্তাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, দক্ষিণ সুরমা থানার ওসির পক্ষে এসআই বুলবুল বিশ্বাস, মোগলাবাজার থানার ওসির পক্ষে এসআই মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের পক্ষে ইন্সপেক্টর টিটন শিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় ইউএনও কোরবানীর পশুর হাটে জাল টাকার ছড়াছড়ি রোধে প্রত্যেকটি হাটে জাল টাকা চিহ্নিতকারী মেশিন স্থাপন করা হবে বলে জানান।
সভায় চাঁদা চেয়ে না পাওয়ায় জনৈক সন্ত্রাসী কর্তৃক সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজকে মোবাইল ফোনে হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিগত ২০২০ সালের ১০ জুলাই এভাবে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ওই শ্রমিক সংগঠনের তৎকালীণ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে প্রকাশ্য জনসম্মুখে কুপিয়ে হত্যা করে। এই হত্যা মামলাটি এখনও চলমান রয়েছে। এ ব্যাপারে বিশেষ সতর্কতার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ইদানিং মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।
সভায় সিলেটে বেপরোয়া চুরি-ছিনতাই-রাহাজানীতে নাম্বারপ্লেটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার সম্পৃক্ততার কথা পুণর্ব্যক্ত করা হলে উভয় থানার পুলিশ প্রতিনিধি এ ব্যাপারে কঠোর অভিযান চলমান রয়েছে মর্মে আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D