সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে স্মারকলিপি

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশ্রহণমূলক করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে সংগঠনের পক্ষ থেকে চেম্বারের প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা অক্তার মিতার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুস সোবহান, মোহাম্মদ আলী আকিক, সহ-সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো. জাকারিয়া, রাসেল আলী, সদস্য ফরহাদ চৌধুরী প্রমুখ।

স্মারকলিপিতে চেম্বার নির্বাচন বিষয়ে ৪ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলো হলো:

(১) বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অবৈধ ভাবে সাধারন সদস্যদের ভোটাধিকার খর্ব করে গঠিত সিলেট চেম্বারের পরিচলনা পর্ষদ কৃর্তক তাদের ইচ্ছেমতো বিধিবর্হিভূত ভাবে যে সকল সদস্য নিবন্ধিত করেছে তা যাচাই বাচাই করে বাতিল করা।

(২) সিলেট চেম্বারের সদ্য বিদায়ী অনির্বাচিত পরিষদ বিগত দিনে প্রকৃত ও ভালো ব্যবসায়ীদেরকে চেম্বারের সদস্য করে নাই। এজন্য প্রকৃত ব্যবসায়ী যাতে চেম্বারের সদস্য হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেম্বারের প্রতিনিধি/পরিচালক নির্বাচন করতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

(৩) বিগত সময়ে যে পর্ষদ চেম্বারের দায়িত্বে ছিল তারা যথাযথ প্রক্রিয়ায় কোন বার্ষিক সাধারণ সভা (এ.জি.এম) করে নাই এবং যথাযথ অডিটও হয় নাই, তাই এই বিষয়ে যথাযথ গুরুত্বারোপ করা।

(৪) বিদ্যমান পরিস্তিতিতে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত গ্রহণক্রমে চেম্বারের সার্বিক কার্যক্রম পরিচালনা করা ।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থরক্ষায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক চেম্বার পরিচালনা পর্ষদ গঠন জরুরি। আমরা আশা করি প্রশাসক সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন। পাশাপাশি ব্যবসায়ীদের কল্যাণে চেম্বারের যেকোনো ইতিবাচক উদ্যোগে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি