সাইকেল পেলেন জগন্নাথপুরের ৬৪ দফাদার ও মহল্লাদার

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

সাইকেল পেলেন জগন্নাথপুরের ৬৪ দফাদার ও মহল্লাদার

দায়িত্ব পালন ও চলাচলের সুবিধার্থে বিনামূল্যে বাইসাইকেল পেলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে কর্মরত ৬৪ জন দফাদার ও মহল্লাদার।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে কর্মরত ৬৪ জন দফাদার ও মহল্লাদারের মাঝে প্রধান অতিথি হিসেবে সাইকেল বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।

বাইসাইকেল বিতরণকালে ইউএনও বরকত উল্লাহ বলেন, ‘দফাদার ও মহল্লাদাররা একটি ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের চলাচলের সুবিধার্থে সরকার বাইসাইকেল প্রদান করেছে, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। এ উদ্যোগ সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান খান, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আঙ্গুর মিয়া এবং মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াব উল্লাহ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিবসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।