বাহুবলে ৯৪৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

বাহুবলে ৯৪৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঘোষপাড়া এলাকায় র‍্যাব-৯ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাহুবলের ঘোষপাড়া এলাকায় প্রথম অভিযানে ৫৪৪০ পিস ইয়াবাসহ বরগুনা জেলার তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (৪২) কে গ্রেফতার করা হয়।

এরপর রাত ৯টা ৫ মিনিটে একই এলাকায় দ্বিতীয় অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের মৃত আব্দুর বারেকের ছেলে অহিদ মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাদের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।