হবিগঞ্জে ৭৯ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

হবিগঞ্জে ৭৯ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) দায়িত্বাধীন হবিগঞ্জের চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩টি পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৯ হাজার ৯০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল।

সোমবার (২৬ মে) এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল ও সাতছড়ি বিওপি এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী হুগলিয়া, টিলাবাড়ী ও বটগাছতলা নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৩টি পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা বহন করা মালামাল রেখে পালিয়ে যায়। এ সময় অভিযানিক দল ওই স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার ৯০০ টাকা। বিজিবির পক্ষ থেকে আটক মালামালের আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট ও শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখবে। দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।