সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, এদিন বিকাল ৩টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। গত ২৪ ঘন্টায় সিলেটে ৯৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে প্রচণ্ড রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুরেরা। নগরীর ব্যস্ততম সড়কগুলোতে মানুষ কম দেখা গেছে। সড়কে যানবাহনও অন্যান্য দিনের তুলনায় চলাচল কম। তীব্র রোদের কারণে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সে হিসাবে আজ সিলেটে মাঝারি তাপপ্রবাহ চলছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।