সিলেটে ছিনতাইয়ের ঘটনায় যুবদল কর্মী আটক

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

সিলেটে ছিনতাইয়ের ঘটনায় যুবদল কর্মী আটক

সিলেটে ছিনতাইয়ের ঘটনায় মোস্তাফিজুর রহমান নওশাদ (৪০) নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে- সিলেট মহানগরের সোনারপাড়ায় পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় নওশাদ জড়িত।

নওশাদ শাহজালাল উপশহরের ব্লক-জে’র বাসিন্দা সোলায়মান আলীর ছেলে।

অভিযোগ রয়েছে- চব্বিশের ৫ আগস্টের পর থেকে যুবদলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন নওশাদ। তাকে শেল্টার দিচ্ছেন সিলেট যুবদলের শীর্ষ একজন নেতা। এছাড়া তার সহযোগী হিসেবে রয়েছেন কথিত এক সাংবাদিক।

নওশাদের অপকর্মে অতীষ্ট হয়ে সম্প্রতি তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মঙ্গলবার (২৭ মে) সকালে বলেন- নওশাদকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।