কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজী এ ঘটনা ঘটে।

নিহত তানভীর (০৩) কবিরাজী গ্রামের মো. সায়েদ মিয়ার ছেলে।

রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া জানান, সবশেষ সকালে বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে আম খেয়েছিল তানভীর। তারপর ঘর থেকে বেরিয়ে গেলে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশে পুকুর ঘাটে তাঁর মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। এরপর উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন।

তাছাড়া পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।