সিলেটে ২৬৫ বোতল ফেনসিডিল ও বিদেশী মদসহ আটক ২

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

সিলেটে ২৬৫ বোতল ফেনসিডিল ও বিদেশী মদসহ আটক ২

সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ফেনসিডিল ও বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (২৫ মে) সিলেটের এয়ারপোর্ট ও জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ বোতল ফেনসিডিল ও ১৬৪ বোতল বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার সদর থানার ইরাকনগর চৌধুরীপাড়া গ্রামের মো. ফিরোজ চৌধুরীর ছেলে মো. মুহিত কবির চৌধুরী (৩৩) ও জৈন্তাপুর থানার পূর্ব গর্দ্দনা গ্রামের মৃত ইসমাঈল আলীর ছেলে সামছুল ইসলাম (৬৫)।

জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর একটি আভিযানে সিলেটের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও বিদেশী মদসহ দুই জনকে আটক করা হয়। রোববার (২৫ মে) সিলেটের এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে অভিযান পরিচালনা করে ১০১ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়। অন্যদিকে আরেকটি অভিযানে রাত সাড়ে ৮টার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন দরবস্ত ইউপির পূর্ব গর্দ্দনা গ্রামের দামরী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৪ বোতল বিদেশী মদসহ ১ জনকে আটক করে র‌্যাব-৯।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মামলা দায়ের করা হবে। জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯,সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।