সাংবাদিকতায় বিচরণ করলে এর নীতি-নৈতিকতা সম্পর্কে জানতে হবে : মো. নাসির

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মে ২, ২০২৫

সাংবাদিকতায় বিচরণ করলে এর নীতি-নৈতিকতা সম্পর্কে জানতে হবে : মো. নাসির

Manual8 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেছেন, ‘সাংবাদিকতা কেবল মোবাইল বা কলমের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পরিসর বিস্তৃত। ফলে সাংবাদিকতায় কেবল বিচরণ করলেই হবে না বরং এর নীতি-নৈতিকতা সম্পর্কে জানতে হবে।’

তিনি আরও বলেন, সঠিক চর্চার মাধ্যমে এগিয়ে গেলে দেশ ও জাতির কল্যাণ সম্ভব।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (০১ মে) ওয়েবভিত্তিক মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যম ‘সারাবেলা’র শুভ সূচনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নতুন প্রজন্মের যারা সাংবাদিকতায় আসছেন, তারা উচ্চ শিক্ষিত। তারাই সাংবাদিকতার মান বৃদ্ধি করবে। ‘সারাবেলা২৪’ তার সূচনালগ্নে এসব বিষয় মাথায় রেখেই এগিয়ে যাবে।’

Manual2 Ad Code

প্রকাশক সৈকত দাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব ও সিসিকের ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিক মিয়া, সময় টেলিভিশন সিলেটের সিনিয়র ভিডিও জার্নালিস্ট নৌশাদ আহমেদ চৌধুরী, সময় টেলিভিশন সিলেটের রিপোর্টার অপু বনিক, একাত্তর টেলিভিশন সিলেটের ভিডিও জার্নালিস্ট তারেক আহমেদ, নয়া দিগন্ত পত্রিকার সিলেটের মাল্টিমিডিয়া প্রতিনিধি মহসিন রনি, ডিবিসি নিউজ টেলিভিশন সিলেটের ভিডিও জার্নালিস্ট মো. সাকিব, সিলেটটুডে২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার তাওহীদুর রহমান শাহ্‌, দৈনিক শুভ প্রতিদিনের সহ-ব্যবস্থাপক মো. কামরুজ্জামান রুহিন, ইঊকে বাংলা লাইভ নিউজের রিপোর্টার আবুল হাসনাত, প্রবাস বাংলা’র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, তথ্যচিত্র নির্মাতা প্রভাত পাল প্রমুখ।

উল্লেখ্য, সততা, নির্ভুলতা, পক্ষপাতহীনতা; সাংবাদিকতার এই ৩ ফান্ডামেন্টাল প্রিন্সিপলকে ধারণ করে তরুণদের সাংবাদিকতার নীতি নিয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ঘটনার বিশ্লেষণ এবং সর্বোপরি সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘সারাবেলা২৪’।

এই শুভলগ্নে সম্মানিত পাঠক, দর্শক ও শোভানুধ্যায়ীদের কাছে সার্বক্ষণিক পরামর্শ ও আপনাদের সুচিন্তিত মতামত প্রদানের আহ্বান জানিয়েছে ‘সারাবেলা২৪’ পরিবার।


 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code