শান্তিগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

শান্তিগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে দিলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাড়ির পাশের পুটিয়া নদীর পাড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত দিলোয়ার হোসেন নোয়াগাঁও গ্রামের জমসেদ আলীর পুত্র।

নিহতের চাচাত ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় দিলোয়ার বাড়ির পাশে পুটিয়া নদীর পাড়ে যান গরু আনতে। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট