১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দিনভর ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে পোস্ট, স্টোরি ও রিল দিয়ে নিজেকে প্রকাশ করার প্রবণতা বেড়েই চলেছে।
সেই প্রেক্ষিতে মেটা এবার তাদের জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে আরও সহজ এবং স্মার্ট সংযোগ আনতে চলেছে। এখন থেকে আর আলাদা আলাদা অ্যাপে ঢুকে স্টোরি পোস্ট করার প্রয়োজন হবে না।
সম্প্রতি মেটা ঘোষণা করেছে, ইন্সটাগ্রাম স্টোরি এখন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে! ক্রস পোস্টিং ফিচারের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী একবার ইন্সটাগ্রামে স্টোরি আপলোড করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রকাশিত হয়ে যাবে।
এই ফিচার ইতিমধ্যেই কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই এই ফিচার সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।
এই ফিচার কাদের জন্য সুবিধাজনক?
যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত স্টোরি আপডেট করেন।
যারা আলাদা আলাদা অ্যাপে বারবার স্টোরি পোস্ট করতে বিরক্ত।
যারা ইন্সটাগ্রামের কনটেন্ট বন্ধু ও ফ্যামিলির সাথে হোয়াটসঅ্যাপেও ভাগ করে নিতে চান।
যারা ব্যক্তিগত ও প্রফেশনাল কাজ একসাথে পরিচালনা করেন।
কীভাবে ইন্সটাগ্রাম স্টোরি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন?
Instagram অ্যাপ ওপেন করুন।
প্রোফাইল আইকনে ক্লিক করে Settings-এ যান।
Account Center / Sharing & Crossposting অপশনে প্রবেশ করুন।
এখানে WhatsApp-কে যুক্ত (Link) করুন।
Auto Share Your Story to WhatsApp অপশন চালু করুন।
এরপর একবার স্টোরি পোস্ট করলেই তা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে চলে যাবে।
মেটা কেবল ইন্সটাগ্রাম নয়, হোয়াটসঅ্যাপের জন্যও একই ধরনের ফিচার নিয়ে এসেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপের স্টোরি ফেসবুকেরও সরাসরি শেয়ার করা সম্ভব।
ফিচারটি চালু করার ধাপ –
WhatsApp অ্যাপ ওপেন করুন।
Settings > Privacy-তে যান।
সেখানে Status সেকশনে ক্লিক করুন।
Share My Status to Facebook অপশনটি অন করুন।
আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি অটো-শেয়ার হবে ফেসবুকে।
বর্তমানে এই ফিচার বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের রেসপন্স এবং ফিডব্যাকের উপর ভিত্তি করে খুব দ্রুতই এই ফিচার বিশ্বব্যাপী উন্মুক্ত করা হবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D