দিরাই পৌর যুবলীগ নেতা জুয়েল গ্রেফতার

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

দিরাই পৌর যুবলীগ নেতা জুয়েল গ্রেফতার

অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জের দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে দিরাই পৌর শহরের চন্ডিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন থেকে জুয়েল মিয়া দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিশেষ আইনে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন তিনি। কিন্তু গত কদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিরাই বাজারে ঘোরাফেরা এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট