সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা আহতের ঘটনায় ৭৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা আহতের ঘটনায় ৭৪ জনের বিরুদ্ধে মামলা

স্বেচ্ছাসেবকদল নেতার উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) স্বেচ্ছাসেবকদল কর্মী মোস্তাক আহমদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে ২৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজের ওপর হামলা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আহতের ঘটনার জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাত ১১টার দিকে পাল্টা হামলা করতে গেলে আওয়ামী ছাত্রলীগ সমর্থিত মাছিমপুর এলাকার বাসিন্দাদের পাল্টা হামলায় আরো ৩ জন আহত হন। এসময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। রাতে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জড়ো হতে থাকলে সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে সবাইকে ধাওয়া করে পরিস্থিতি শান্ত করে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট