হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় শুরু হওয়া এই পরীক্ষায় মোট ৭৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৪২ জন। উপস্থিতির শতকরা হার ৮৫.৬।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এসময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতবারের চেয়ে এবার উপস্থিতির সংখ্যা বেশি।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ছিল ৩,৮৬৩টি, যার মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে আসন সংখ্যা ছিল ৯৯টি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট