ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর সহযোগিতায় ১১ এপ্রিল শুক্রবার দিনব্যাপী হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৫শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসাইন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ধ্রুবজোতি চৌধুরী, ডাঃ সমীরণ দাশ, একমি’র সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ লিয়াকত হোসেন, হারুন মিয়া, আবু ইউসুফ, এস আর চৌধুরী সেলিম, শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, শাহ তোফাজ্জল হোসেন, মাস্টার আবুল কাশেম, আব্দুর রহিম তালুকদার, খুরশেদ আলী প্রমুখ।

উল্লেখ্য আগামীতে বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আরও বড় পরিসরে অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রদান করা হবে। প্রেস-বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট