১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই ছাহেব বাড়ি আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন আহমদ পীর বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে নিরস্ত্র মুসলমানদের হত্যা করছে, তা আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। অথচ বিশ্বে ৫৭টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা একজোট হয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে পারছি না। মুসলিম দেশগুলোর এমন নীরবতা অত্যন্ত দুঃখজনক। তারা যেন ইসরায়েলের জুলুমের সামনে চুপচাপ বসে আছে, যেন তাদের হাতে চুড়ি পরানো হয়েছে। এই ৫৭টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতো, প্রতিরোধ গড়ে তুলতো, তাহলে ইসরায়েল কখনও এতটা সাহস পেত না আমাদের মুসলিম ভাই-বোনদের এভাবে হত্যা ও নির্যাতন করার। আমাদের এখনই জেগে উঠতে হবে, অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাদ যোহর কোর্ট পয়েন্ট কালেক্টর মসজিদের সামনে চান্দাই সাহেব বাড়ি দক্ষিণ সুরমা সিলেট ও চন্দাই সাহেব বাড়ি রহঃ এর মুরিদিন মুহিব্বিন র্সবস্থরের মুসলমানগণদের উদ্যোগে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি ইসরাইলের সাথে সকল চুক্তি ও তাদের পণ্য বাংলাদেশে আমদানি না করার জন্য অন্তবর্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
এর পূর্বে এক বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় গাজায় নিহত ফিলিস্তিনি মুসলিমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন দক্ষিণ সুরমার চান্দাই ছাহেব বাড়ি আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন আহমদ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের উপদেষ্টা আপতাব আলী, সেক্রেটারি আবদুল হক, অর্থ সচিব নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া, তাহরিকে খতমে নবুওয়ত সিলেট মহানগরের মাওলানা খাইরুল ইসলাম আলমগীর, এলডিপি সিলেট জেলা সভাপতি সাইদুর রহমান চৌধুরী রুপা প্রমুখ। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D