ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ীয় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় নগরের মজুমদারী এলাকায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান আক্তার লাকি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান বারেক, ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা রওশন আরা চৌধুরী। এছাড়া স্কুলের শিক্ষক ও এসএসসিতে অংশ নেওয়া বিদায়ী শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনের দিকনির্দেশনা প্রদান করে ভাল ফলাফল প্রত্যাশা করেন। শিক্ষাজীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি পরিক্ষা। এই পরিক্ষার ফলাফল বলে দেয় একজন শিক্ষার্থীর ভবিষ্যত। তাই শিক্ষা জীবনের প্রথম পরিক্ষাটিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাল ফলাফল করবেন, এ আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, আজকের এই প্রজন্ম আগামি দিনে দেশ গড়ার কারিগর হবে। তাই শিক্ষাজীবনের গন্ডি পেরিয়ে সকল শিক্ষার্থীকে ভাল মানুষ হওয়া এবং সমাজ ও দেশের মঙ্গলে কাজ করার আহ্বান জানান। এসময় পরিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট