১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল মো.সালেহ আহমদ।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল হোসেন এর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সার্জেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী বাহার এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা (অসকস) শাখার সভাপতি কর্পোরাল মহসিন আলী চৌধুরী, সাধারণ সম্পাদক কর্পোরাল মোহাম্মদ মোস্তফা, কমলগঞ্জ উপজেলার (অসকস) সভাপতি সার্জেন্ট আবুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলার (অসকস) শাখার সভাপতি সার্জেন্ট আরজু, সাধারণ সম্পাদক সার্জেন্ট আবুল্লাহ, কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা ল্যা: ক: নজরুল ইসলাম, শমশেরনগর ইউনিয়নের ওয়ারেন্ট অফিসার শমশের উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা (অসকস) এর যুগ্ম সাধারন সম্পাদক সার্জেন্ট ক্লার্ক মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন ল্যা: কর্পোরাল মইনুল হক, ল্যা: কর্পোরাল হারুনুর রশীদ, সৈনিক ইকবাল আহমেদ, কর্পোরাল আছাবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত কর্ণেল মো.সালেহ আহমদ বলেন, ‘বাংলাদেশে জুলাই ২৪ গণ অভ্যুথানের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ও ড.মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে অন্তরবর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে ইতিবাচক, এ ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমার স্ত্রীর লন্ডনের সিটিজেনশীপ থাকার পরও আমি সেখানে যাইনি। আমি যদি চাইতাম বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম,কিন্তু সেটা না করে বাংলাদশের সেনা বাহিনীতে চাকরি করে দেশের সেবা করেছি। আমি যেমন আগেও দেশের সেবা করেছি,বর্তমানে মানষের পাশে থেকে সেই সেবাটুকু করতে চাই। আমি দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য জীবন দিতেও প্রস্তুত। আমি আপনাদের সকলের সহযোগীতা চাই’
অনুষ্টান শেষে প্রধান অতিথিকে কমলগঞ্জ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত কর্র্ণেল মো.সালেহ আহমদ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D