দাড়িয়াপাড়ায় ২২তম বাসন্তী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

দাড়িয়াপাড়ায় ২২তম বাসন্তী পূজা অনুষ্ঠিত

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৫দিনব্যাপী ২২তম বাৎসরিক বাসন্তী পূজা।

সোমবার (৭ এপ্রিল) দাড়িয়াপাড়ার বিশিষ্ট সমাজসেবক মনোরঞ্জন দাসের বাসভবনে এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও পরিবার-পরিজন ও এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ পূজা।

পূজা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বপন চক্রবর্তী, মনরঞ্জন দাস, পূজা দাস, ঝর্না দাস, নারায়ণ দাস, সুরঞ্জিত রায়, উতফল দাস, রিনটু কর, নয়ন কর প্রমুখ।

আয়োজক মনোরঞ্জন দাস বলেন, আমাদের পূর্বপুরুষদের দেখানো পথে আমরা ২২ বছর ধরে নিয়মিত বাসন্তী পূজার আয়োজন করে আসছি। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি এলাকার সবাইকে একত্রিত করে একটি মিলনমেলায় রূপ নেয়। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত করতেই আমাদের এ প্রচেষ্টা।

তিনি আরও বলেন, প্রতিবছরের মতো এবারও এলাকার সব বয়সী মানুষ আমাদের পাশে থেকেছে, সহযোগিতা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূজাটি অত্যন্ত সফলভাবে আয়োজন করতে পেরেছি। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট