৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
গাজাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী হরতালের ন্যায় দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হরতালের সমর্থনে সোমবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেন।
সকাল ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে গণজমায়েত ও একটি বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ রোটারিয়ান অধ্যাপক আতাউর রহমান পীর, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম বরকত আলী, আব্দুল মতোয়ালি ফলিক, সচেতন ব্যক্তি আব্দুল হালিম চৌধুরী, পরিবহন শ্রমিক নেতা ও কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির কিবরিয়া সিরাজী, কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম লিটন, যুব সংগঠক রাহেল বখত তুষার, তাজ উদ্দিন আহমদ, ব্যবসায়ী নেতা আলীমান আখন্দ, জহুর আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফিলিস্তিন ও গাজাকে ধ্বংস করার পরিনতি ভয়াবহ হবে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্ব খুনী নেতানিহাহু এবং তার দোসরদের খুব শিগ্রীই চরম মূল্য দিতে হবে।
নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশে গাজায় যুদ্ধে যাওয়ায় ইচ্ছুক সংগ্রামী যুবক-যুবতীদের ভিসার ব্যবস্থা করার জোর দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকার এই শতাব্দীর ভয়াবহ ইসরায়েলি নৃৎশংসতা ও গণহত্যা বন্ধের লক্ষ্যে শক্তিশালী প্রতিবাদ ও ইহুদি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বাংলাদেশে যে সমস্ত দল ও জাতীয় ব্যক্তিবর্গ এই নিষ্টুর গণহত্যার ব্যাপারে সম্পূর্ণ নিরব ও রাজপথে তাদের কর্মসূচী নেই, সেই সমস্ত দল ও জাতীয় ব্যক্তিবর্গ ইহুদীদের দালাল আখ্যায়িত করে বলেন, এদেরকে সনাক্ত করে এদের নেতৃত্ব বর্জন করতে হবে। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D