মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ঈদ পুনর্মিলনী ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বাদ যোহর সিলেট নগরীর কুশিঘাটস্থ হযরত আছিম পীর (রহ:) নূরানী মাদ্রাসায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের আয়োজনে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং ক্বারী মো. আব্দুল হাকিম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কে.এম নজমুল হক নছিম, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান।

আরও উপস্থিত ছিলেন মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা জাকির আহমদ, মাওলানা নুরুল আমিন, মাওলানা আমির আলী, মাওলানা নজির আহমদ, মাওলানা আব্দুল আউয়াল, সাইদুর রহমান, মাওলানা আলী আকবর প্রমুখ।

অনুষ্ঠান শেষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন এর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি