গোয়াইনঘাটে চোরাই স্কুটার বাইক সহ আটক ২

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

গোয়াইনঘাটে চোরাই স্কুটার বাইক সহ আটক ২

সিলেটের গোয়াইনঘাটে চোরাই টিভিএস স্কুটার বাইক সহ দুই জন কে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার( ৩ এপ্রিল) সন্ধ্যায় গোয়াইনঘাট সবজি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পূন্না নগর গ্রামের মুসা মিয়ার ছেলে মিনহাজ মিয়া ( ১৬) এবং হাট গ্রামের ওসমান মিয়ার ছেলে শহিদ আহমেদ (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ গোয়াইন সবজি বাজারে অভিযান চালায়। অভিযানে গোয়াইনঘাট সদরের সবজি বাজারে ধৃত আসামী মিনহাজ মিয়া ও শহিদ আহমেদ কে চোরাই টিভিএস স্কুটার ক্রয় বিক্রয় করার সময় আটক করে। এসময় উদ্ধারকৃত টিভিএস স্কুটার (রেজিষ্ট্রেশন বিহীন) বাইক জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্কুটারের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদ হাসান বলেন, চোরাই টিভিএস স্কুটার রেজিষ্ট্রেশন বিহীন বাইক সহ দু’জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট