সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শনিবার

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শনিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মিলিত হবেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

আগামীকাল শনিবার (৫ এপ্রিল) নগরীর আল-হামরা শপিং সিটি-তে (লিফট ৫ম তলা) অবস্থিত বাফেট প্যারাডাইস হোটেলের হলরুমে, দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সিলেটের কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মতবিনিময় সভায় সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট