বিশ্বনাথে লাশের অপেক্ষায় ঈদ কাটছে দুই প্রবাসী পরিবারের

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

বিশ্বনাথে লাশের অপেক্ষায় ঈদ কাটছে দুই প্রবাসী পরিবারের

ঈদের আনন্দ মুহুর্তেই বিষাদে রুপ নিয়েছে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার দুই প্রবাসী পরিবারের। ঈদুল ফিতরের দু’দিনের মধ্যে অনাকাঙ্খিত পৃথক ঘটনায় দুই পরিবারের প্রিয় মানুষকে হারানোর ঘটনায় চলছে শোকের মাতম।

আনন্দের সময় বিষাদে রুপ নেওয়া দুটি ঘটনায় ‘প্রবাসী সাবুল মিয়া ও ফয়জুল হক’র মৃত্যুতে তাদের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের মৃত সাজ্জাদ আলীর পুত্র এক সন্তানের জনক প্রবাসী সাবুল মিয়া বুধবার (২ এপ্রিল) সকালে ওমানের রাজধানী মাসকটের আমলা-ইবরি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতের ছোট ভাই সাজন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমার ভাই সাবুল মিয়া যে গাড়িতে ছিলেন, তার চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি একটি বাঁধে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। আর এ দুর্ঘটনায় নিহত হন প্রবাসী সাবুল মিয়া।’

এদিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী (পাক্কাবাড়ি) গ্রামের রইছ আলীর পুত্র দুই সন্তানের জনক প্রবাসী ফয়জুল হক বুধবার (২ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শামখা এলাকায় নিজ কর্মস্থলে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা দুই সহকর্মীর হামলায় নিহত হয়েছেন।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা প্রাথমিকভাবে যেটুকু তথ্য পেয়েছি, সেটুকুই জানালাম। ফয়জুল হকের মরদেহ এখনো সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে।’

এদিকে ওই দুই প্রবাসীর পরিবারের দায়িত্বশীলদের সূত্রে জানা গেছে নিহত দুই প্রবাসী ‘সাবুল মিয়া ও ফয়জুল হক’র মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট