৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। টানা ছুটি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে এসেছেন কমলগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। বণ্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে গত তিনদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪ হাজার ৫শত ৩৩জন পর্যটক প্রবেশ করেন। পর্যটকদের প্রবেশ ফি থেকে ৫ লক্ষ ১২ হাজার ৯৫ টাকা রাজস্ব আদায় করা হয়।
ঈদের দিন থেকে শুধু কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানেই নয়, মাধবপুর লেক, ক্যামেলিয়া-বাঘিছড়া লেক, শমশেরনগর গলফ্ মাঠ, বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাতসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
চট্রগ্রাম, ঢাকা ও সিলেট থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটকরা জানান, ঈদের লম্বা ছুটি থাকায় পরিবার নিয়ে লাউয়াছড়া, মাধবপুর লেকসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখা সম্ভব হয়েছে।
সরেজমিনে মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায় পর্যটকদের বহনকারী গাড়ির দীর্ঘ সারি, টিকিট কাউন্টারের সামনে ছিল লম্বা লাইন,আবার অনেকে জাতীয় উদ্যানের প্রধান ফটকে ছবি তোলায় ব্যস্ত। দেখা মেলে বিদেশী পর্যটকেরও।
বণ্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। আগত পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য বনকর্মীদের পাশাপাশি সিপিজি’র সদস্য ট্যুরিস্ট গাউডরা রয়েছেন। এছাড়া পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশের সদস্যরা রয়েছেন। তিনি জানান, গত তিনদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪ হাজার ৫ শত ৩৩ জন পর্যটক প্রবেশ করেন। পর্যটকদের প্রবেশ ফি থেকে ৫ লক্ষ ১২ হাজার ৯৫ টাকা রাজস্ব আদায় করা হয়।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান চৌধুরী জানান, ঈদের টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D