শাল্লার সাবেক প্রধান শিক্ষক সুনীল তালুকদার আর নেই

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

শাল্লার সাবেক প্রধান শিক্ষক সুনীল তালুকদার আর নেই

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল তালুকদার বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্দা এবং শাল্লা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সলিল তালুকদারের পিতা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র, পুত্রবধু, নাতি-নাতনি, অনেক ছাত্র-ছাত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুর ১টায় নিজ গ্রামের শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্টান সুসম্পন্ন হয়।

শিক্ষক সুনীল তালুকদারের এর মৃত্যুতে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ও সমাজের বিশিষ্টজনসহ এলাকার মানুষ গভীর শোকের সহিত উনার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় তারা বলেন, একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের মনোজগতে অমরত্বের বীজ বপন করে যান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট