পৃথিবীতে বিশাল গ্রহাণুর আঘাত হানার শঙ্কা, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

পৃথিবীতে বিশাল গ্রহাণুর আঘাত হানার শঙ্কা, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

গত বছর বড়দিনের পর আবিষ্কৃত ২০২৪ ওয়াইআর৪ গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার শঙ্কা ক্রমাগত বাড়ছে, যা বিজ্ঞানীদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

নাসার সাম্প্রতিক তথ্য অনুসারে, গ্রহাণুটি যদি পৃথিবীতে আঘাত হানে, তবে এটি স্থানীয়ভাবে বড় ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। প্রথম পর্যবেক্ষণের পর নাসা জানিয়েছিল, এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা মাত্র এক দশমিক তিন শতাংশ। তবে ফেব্রুয়ারির শুরুতে এটি বেড়ে দুই দশমিক তিন শতাংশ, পরে দুই দশমিক ছয় শতাংশ এবং বর্তমানে তিন দশমিক এক শতাংশে পৌঁছেছে, যা সাধারণত বিরল ঘটনা।

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির নেভিগেশন প্রকৌশলী ডেভিড ফারনোকিয়া এক সাক্ষাৎকারে জানান, দুই শতাংশ বা তার বেশি সম্ভাবনা আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। নাসার মতে, ২০২৪ ওয়াইআর৪-এর ব্যাস প্রায় ৪০-৯০ মিটার (১৩০-৩০০ ফুট), যা একটি শহরকে ধ্বংস করার মতো শক্তিশালী হতে পারে। যদিও এর পৃথিবীতে আঘাত হানার শঙ্কা এখনও কম, তবে এটি এক শতাংশ সীমা অতিক্রম করায় আনুষ্ঠানিকভাবে অন্যান্য মার্কিন সংস্থা, মহাকাশ মিশন পরিকল্পনা উপদেষ্টা দল এবং জাতিসংঘের আউটার স্পেস অ্যাফেয়ার্স অফিসকে সতর্ক করা হয়েছে।

বর্তমানে গ্রহাণুটির কক্ষপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নাসা এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এর সম্ভাব্য প্রভাবের ঝুঁকি শূন্যে নেমে আসবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট