জাবি’র সাংস্কৃতিক জোটের নেতৃত্ত্বে ফাইজা ও দীপ্ত

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

জাবি’র সাংস্কৃতিক জোটের নেতৃত্ত্বে ফাইজা ও দীপ্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংস্কৃতিক জোটের ২০২৪-২০২৫ কার্যকরী পর্ষদের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী (ধ্বনি) এবং সাধারণ সম্পাদক সাদমান অলীভ দীপ্ত (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন) নির্বাচিত হয়েছেন।

গত রোববার (১৬ ফেব্রুয়ারী) সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার ইসফার সাদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মিরাজ বিশ্বাস (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি), সহ-সভাপতি দীপ্ত মোদক জয় (জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম), সহ-সাধারণ সম্পাদক সুরভী চক্রবর্তী (জলসিঁড়ি), অর্থ সম্পাদক গৌরব চন্দ্র (সুস্বর), দপ্তর সম্পাদক সরদার ইসফার সাদী (জহির রায়হান চলচ্চিত্র সংসদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লোকমান গালিব (জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি), কার্যনির্বাহী সদস্য বিউটি রায় (চারণ)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জোটভুক্ত সংগঠনসমূহের মতামতের ভিত্তিতে দুইটি নতুন সংগঠনকে গঠনতন্ত্র অনুযায়ী জোটভুক্ত হওয়ার জন্য ৩ মাস পর্যবেক্ষণাধীন সংগঠন হিসেবে যুক্ত করা হয়েছে। সংগঠনদুটি হলো-জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি এবং ইন্ডিজেনাস কালচারাল অর্গানাইজেশন (আরফি)। এতে পর্যবেক্ষণাধীন সদস্য হিসেবে থাকছেন আনিকা তাসনীম রাহি (জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি) এবং প্রত্যাশা ত্রিপুরা-ইন্ডিজেনাস কালচারাল অর্গানাইজেশন (আরফি)।