কোম্পানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রের উপর যুবলীগ নেতার হামলা

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

কোম্পানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রের উপর যুবলীগ নেতার হামলা

সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের উপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন হামলার শিকার সোলেমান মিয়া।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েল আহমদকে প্রধান আসামি করে ৭জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মামলা দায়ের করেছেন সোলেমান।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ-শাহ আরেফিন রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন। সরকার পতনের পর তার চাঁদাবাজি কিছুটা কমে যায়। ৫ মাস যেতে না যেতেই জানুয়ারির প্রথম থেকে আবারও শুরু হয় তার চাঁদাবাজি। এনিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে তার বিরোধ চলছিল।

মঙ্গলবার রাতে বৈষম্য সোলেমান বাড়ি থেকে বের হয়ে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নোয়াগাঁও গ্রামে জুয়েল আহমদের বাড়ির সামনে আসামাত্র তার উপর হামলা চালান জুয়েল আহমদসহ কয়েকজন।

পরে হামলায় আহত সোলেমানকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রজনতা যুবলীগ নেতার বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট