সিলেটে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

সিলেটে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল ঢাকা প্যালেস থেকে নারী সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গল (২১ জানুয়ারী) মামলা দায়ের পূর্বক এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, সিলেটের শাহপরান (রহ.) থানাধীন দওগ্রামের সেলিম আহমদের ছেলে জিবান আহমদ (২২), একই থানার বেলগ্রামের ইমন চৌধুরীর মেয়ে এনি বেগম (১৯), মুরাদপুরের সাহাব উদ্দিনের মেয়ে নিপা আক্তার তানিয়া (১৯), গোলাপগঞ্জ উপজেলার বাখরখলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম পাপ্পুু (২৪), বালাগঞ্জ উপজেলার মইশাসি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মেহের জাবিন নামিয়া (১৯), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নোয়াগাঁও গ্রামের আজর আলীর ছেলে রুহুল আমিন (২৪), ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে হোটেল ষ্টাফ স্বপন মিয়া (৪৫) ।

এসএমপির মিডিয়া সেল জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে সময়ে এসএমপির দক্ষিন সুরমা থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থাকা আবাসিক হোটেল ঢাকা প্যালেসে বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় হোটেল ষ্টাফ সহ ৭ নারী পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিন সুরমা থানার নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে একই দিন মহানগরের আম্বরখানা এলাকার দুটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের দায়ে দুই নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ।