সিলেটে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ৩

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সিলেটে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ৩

সিলেটে পুলিশের অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। এসময় একটি কাভার্ড ভ্যানসহ আটক হয়েছেন তিনজন।

আটককৃতরা হলেন- মো. কাউছার হোসেন (২৫), মো. জাফর (২৬) ও ৩. আসাদুল (৩৬)। তাদেরকে সিলেট শহরতলীর খাদিমপাড়ার দাশপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইমলাম এক বিজ্ঞপ্তিতে জানান, শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সানাউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের মঙ্গলবার সকাল ১১ টার দিকে দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করে একটি কাভার্ড ভ্যান থামানো হয়। এসময় ভ্যানে তল্লাশি করে ৪ লাখ ৫২ হাজার ৭৬০ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট