২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জিয়া দেশের প্রয়োজনে রাজনীতি করেছেন। তাঁর মূলনীতি গণতন্ত্র, উন্নয়ন, সমতা ও অগ্রগতি। ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। সরকার যদি প্রতি কাজের জন্য জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকে তাহলেই একমাত্র জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করা সম্ভব হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করছি। জনগণ যখন বিএনপিকে সমর্থন দিবে তখন সবচেয়ে বেশি খুশি হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া । তারেক রহমান।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির ২ দিনের কর্মসূচির সমাপনী দিনে সোমবার দক্ষিণ সুরমার খোজারখরা স্কয়ারে শীতবস্ত্র বিতরণ কালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, স্বৈরাচারী শাসনের প্রস্থানের পর, অনেকে রাষ্ট্র ও শাসন ব্যবস্থা সংস্কারের চেষ্টা করেছিল। এখনও, খুব কম মনে আছে যে জিয়াই প্রথম ব্যাপক পরিবর্তন শুরু করেছিলেন যা জাতির সামাজিক-রাজনৈতিক এবং অর্থনৈতিক গঠনকে বিপ্লব ঘটিয়েছিল। আমরা সকলে বাংলাদেশী। আমরা প্রথমে বাংলাদেশী এবং শেষেও বাংলাদেশী। এই মাটি আমাদের, এই মাটি থেকে আমাদের অনুপ্রেরণা আহরণ করতে হবে। জাতিকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম, নিষ্ঠা ও কঠোর মেহনতের মাধ্যমেই তা সম্ভব।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ ও জসিম উদ্দিন। ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন ও আহাদ চৌধুরী শামীম। উপদেষ্টা শাহ কামাল উদ্দিন ও নুরুল আমিন দুলু, সহ প্রচার সম্পাদক শাহীন আলম জয়, সদস্য তোফায়েল আহমদ সুহেল, আশরাফুল আলম বাহার, মুক্তার আহমদ, আব্দুল মালিক মল্লিক, আজমল আলী, পাবেল রহমান, মোতাহির হোসেন জুনেদ, রাসেল আহমেদ, রায়হানুল হক, আজহার আলী অনিক, রিফল আহমদ, অলিউডর রহমান, আরিফ চৌধুরী, সাহীন আহমদ, মো: হাবিবুর রহমান, রাজু আহমেদ, আবুল কাশেম, আখতার হোসেন, শাহ অলীদ, মোহাম্মদ আব্বাস, সৈয়দ রাসেল হোসেন, শাহরিয়ার রহমান জুয়েল, জুবায়ের আহমদ শিমূল, ফয়সল আহমদ, নাছিম আহমদ প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D