২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
বর্ধিত তারিখের মধ্যে সম্পদের হিসাব দাখিল, জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় ও ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন, ৪৩ লাখ টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু, ঢাকা-সিলেট রেল সার্ভিসের উন্নয়ন ও ব্রাহ্মণবাড়িয়া কালনী এক্সপ্রেস এর বিরতি প্রত্যাহার, সিলেটের নৈসর্গিক সৌন্দর্য্যে ঘেরা পাহাড়-টিলা কেটে প্রায় ৫০ কোটি টাকার পাথর লুটকারীদের শাস্তির দাবীতে পূর্ব ঘোষিত ২০ জানুয়ারি সোমবার দুপুরে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে গনজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা, বর্ধিত তারিখের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল না করিলে তাদেরকে চাকুরী থেকে বরখাস্ত করার দাবী করে বলেন, দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের প্রধান প্রধান লক্ষ্য শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিদ্যমান আইনগুলো কার্যকর করা, বিকল্প শক্তি গড়ে তোলা, রাষ্ট্র সংস্কার, শক্তিশালী স্থানীয় সরকার গঠন, ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন ও শক্তিশালী ন্যায়পাল, এই সরকারের আমলেই স্থানীয় সরকার ও ছাত্র সংসদ নির্বাচন হলে দলীয় প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এতে ৮০% ভালো মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হবে। বক্তরা বলেন, ৫ই আগস্ট-২০২৪ এর সিলেটের নৈসর্গিক পাহাড়-টিলা কেটে প্রায় ৫০ কোটি টাকার পাথর লুট হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পাথর লুটের সাথে স্থানীয় প্রশাসন সহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
সভাপতির বক্তব্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন বলেন, সিলেটের জনপ্রিয় গণপরিবহন বাংলাদেশ রেলওয়ে সার্ভিসের মান খুব নিম্নমানের। এতে সিলেটের যাত্রীগণ খুব ভোগান্তির শিকার। কালনী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া যাত্রবিরতিতে সিলেটবাসী বিক্ষুব্ধ। অবিলম্বে এই বিরতি বন্ধ করতে হবে। গরীবদের জন্য টিসিবি’র ৪৩ লাখ কার্ড ট্রাকসেল পুনর্বহাল করে এই মহতী কার্যক্রম দেশবাসী দ্রুত চালু দেখতে চায়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায়
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এডভোকেট, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, লক্ষীপাশা ইউপি মেম্বার, কেন্দ্রীয় সদস্য এনামুল হক আবুল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য্য, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, আফছারুজ্জামান আফছর, রফিকুল ইসলাম শিতাব, সন্তোষ দেব, মুক্তাদির কিবরিয়া সিরাজী, ব্যবসায়ি নেতা লায়েক মিয়া, পিয়ার হোসেন, জুয়েল আহমদ নিপু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, কেন্দ্রীয় সদস্য কাওছার বক্ত রাসেল, রেজাউল করিম লিটন, হকার্স নেতা জানে আলম প্রমুখ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোঃ নুরের জামান চৌধুরী এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস এর বরাবরে উপরোক্ত দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D