জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের কমিটি বিলুপ্ত : নেপথ্যে জেলা বারে হার

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের কমিটি বিলুপ্ত : নেপথ্যে জেলা বারে হার

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) ওই ইউনিটের বিলুপ্তি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বছরের শুরুতেই সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে আইন অঙ্গণে আলোচনা যেন থামছেই না। তৃণমূলের নেতাকর্মীদের তথ্যমতে সুষ্ঠু ভোট হওয়ার পরও দলীয় কোন্দলেই ভরাডুবি হয়েছে বিএনপিপন্থি আইনজীবীদের। যদিও বিএনপি থেকে ৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগপন্থি ৯, বিএনপিপন্থি ৭ এবং জামায়াতপন্থিরা ২টি পদে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখার সভাপতি ছিলেন অ্যাডভোকেট এখলাসুর রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট