হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কম্পিউটার কোর্সের সনদ বিতরণ

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কম্পিউটার কোর্সের সনদ বিতরণ

হলি আর্ট যুব সংস্থার উদ্যোগে ২০তম কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং ২১তম কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান গত ১৯ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে (সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর পাশে) পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক (১ম পদকপ্রাপ্ত-২০২৪) আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা কামরান আহমদ, মধ্যপ্রাচ্য কমিউনিটি নেতা রায়হান আহমদ।
হলি আর্ট যুব সংস্থার পরিচালক ও আইটি ডেভোলাপার সুফিয়ান জালালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক, কম্পিউটার প্রশিক্ষক সাকিব আহমদ, এম্বোসেটর আপযাত রহমান, অনলাইন সাংবাদিক রফিক আহমদ রুবেল।
এম্বোসেটর মোঃ সামাদ আহমদ এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রশক্ষণার্থী মনোয়ারা বেগম। অনুষ্ঠানে অভিভাবক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০তম ব্যাচের প্রশিক্ষণার্থী এর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। পরে ২১তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মঈন উদ্দিন বলেন, দক্ষ মানব শক্তি গড়ে তোলতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে বেকারত্ব দূর ও নিজেকে স্বাবলম্বী করা যায়। বিশে^র সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে প্রথম হাতিয়ার হচ্ছে কম্পিউটার। তাই দেশের নতুন প্রজন্মকে কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তিনি বেকারত্ব দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে বাস্তবমুখী প্রশিক্ষণে হলি আট যুব উন্নয়ন সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট