শোষণ-বৈষম্যের সমাজ বদলাতে শ্রমিক আন্দোলন শক্তিশালী করুন : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

শোষণ-বৈষম্যের সমাজ বদলাতে শ্রমিক আন্দোলন শক্তিশালী করুন : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমদ এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা সহ-সভাপতি বেলাল আহমেদ ও শহীদ আহমদ, সংগ্রাম পরিষদের হারুন আহমদ, শেখ রফিক আহমদ, মিজান মিয়া, নাজিম উদ্দিন, জুয়েল আহমদ, নুরুল,সিমান্ত রায়, আবুল খায়ের, ইয়াছিন আলী, আজিবর রহমান, শরিফুল ইসলাম, প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের মাথাপিছু বার্ষিক আয় ২৮২৪ ডলার অর্থাৎ ৪ সদস্যের একটি পরিবারের মাসিক আয় হতে হবে ১ লক্ষ ১০ হাজার টাকার বেশি। অথচ আমাদের জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারীত নেই, গার্মেন্টস শ্রমিকরা ২৪ হাজার টাকা মজুরি দাবি করায় জীবন দিতে হয়েছে। শ্রমিকের ন্যায্য মজুরিতো দেয়া হয়িনা, উল্টো মজুরি-গ্রাচ্যূয়টি চুরির সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। স্থায়ী কাজে ঠিকাদারি, আউটসোর্সিং, ঠিকা চুক্তিতে কাজ করানো, নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে চাকরির প্রমাণ গোপন করা, কোথাও পেশি শক্তি ব্যবহার করে কোথাও দালাল নেতৃত্ব ব্যবহার করে শ্রমিকদের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্থ করা, দমন করার অপকৌশলের ব্যবহার এখনো অব্যাহত। সিপিডি’র গবেষণায় শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি সত্য প্রতিফলিত হয়েছে যে দেশের ৮৫ শতাংশ শ্রমিক শ্রম আইনের সুরক্ষা থেকে বঞ্চিত। রাষ্ট্রিয় কল-কারখানা বন্ধ করে দিয়ে শ্রমের বাজার কে প্রতিদ্বন্দ্বিতাহিন করে মজুরির অধিকার কে দয়ায় পরিণত করা হয়েছে। এই সকল অব্যবস্থাপনা দুর করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের জন্য খাদ্য, আবাসন, চিকিৎসা, বার্ধক্যে নিরাপত্তা, মানবিক মর্যদা নিশ্চিত করা ছাড়া বৈষম্য বিরোধের কথা অপলাপ মাত্র। শ্রমিকদের দরকষাকষির ক্ষমতা বাড়াতে পরিবর্তীত প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো এবং কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে, ট্রেড ইউনিয়ন অধিকারের চর্চা কে বাধামুক্ত করতে এবং বেকার ভাতা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ, অহেতুক রাজনৈতিক বিতর্ক তৈরি করে শ্রমিকদের দাবি কে আড়াল করার কোনো চেষ্টা সহ্য করা হবেনা বলে হুঁশিয়ারী দেন। বক্তারা শোষণ -বৈষম্যের সমাজ বদলাতে শ্রমিক আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান।

বক্তারা, অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, সিলেটে নগরীতে ব্যাটারিচালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো,রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট