১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্ভার সমস্যার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২ দিন ধরে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারেননি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
জানা যায়, গত দুইদিন ধরে বন্ধ রয়েছে এ আবেদন প্রক্রিয়া। সুনামগঞ্জের মো. মোজাহিদ মিয়া নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, আমি দুইদিন ধরে শাবিপ্রবির ওয়েবসাইটে আবেদন করার জন্য চেষ্টা করেছি কিন্তু আবেদন করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পেমেন্ট গেটওয়ে সিস্টেমে সার্ভারে সমস্যা হয়েছে যার কারণে আমরা আবেদন নিতে সমস্যা হয়েছিল। এখন সার্ভার ঠিক হয়েছে।
২ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে সার্ভার চালু হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ জানুয়ারী রোববার থেকে। চলবে আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
গত রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) এক হাজার দুইশত পঞ্চাশ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) এক হাজার চারশত টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) এক হাজার দুইশত টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে শাবিপ্রবিতে।
২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও একই দিনে বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫ টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫ টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্ত্ব/ হরিজন-দলিত কোটা ২৮ জন, প্রতিবন্ধী কোটা ১৪ জন, পৌষ্য কোটা ২০ জন, চা শ্রমিক কোটা ৫ জন, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০ জন।
এছাড়াও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D