৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় রুবেল ও নাদিম মাহমুদ নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার নিঙ্গুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খেয়ালী মধ্যপাড়া গ্রামের রুবেল ও নাদিম মাহমুদ। আহত শামসুদ্দিনও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে মোটরসাইকেলে করে রুবেল, নাদিম ও শামসুদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রুবেল ও নাদিম নিহত হন। আহত শামসুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে সড়ক আইনে মামলার প্রস্তুতিও চলছে।’
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D