৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে অনলাইনে আবেদন কার্যক্রম রোববার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়নি কারিগরি সমস্যার জন্য।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির অনলাইন কার্যক্রম শিগগরিই শুরু হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
রোববার সকালে শাবিপ্রবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তিতে আবেদন শুরুর কথা ছিল বেলা ১১টা থেকে। এ জন্য সকাল থেকে ওয়েবসাইটে সময়ের কাউন্টডাউন করা হয়। কিন্তু বেলা ১১টার কিছু পরেই কারিগরি সমস্যার কারণে অনলাইনে ভর্তি আবেদন বিঘ্নিত হয়। পরে ওয়েবসাইটে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইন কার্যক্রম শিগগরিই শুরু হবে বলেও জানানো হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি-সবকিছুই ওই ওয়েবসাইটে পাওয়া যাবে।
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ জানুয়ারি বেলা ১১টা থেকে ২৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) এক হাজার দুইশত পঞ্চাশ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) এক হাজার চারশত টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) এক হাজার দুইশত টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা-
২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত মাধ্যমিক (সাধারণ ও কারিগরি), দাখিল বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (সাধারণ ও কারিগরি), আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল শাবিপ্রবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জি:) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে শাবিপ্রবিতে।
এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বি ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত মাধ্যমিক (সাধারণ ও কারিগরি), দাখিল বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (সাধারণ ও কারিগরি), আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জি:) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ‘বি’ ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) পরীক্ষা। একই দিন বিকেল ৩ টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট আসন ১৬৭১টি। ২৮টি বিভাগে মূল আসন ১ হাজার ৫৬৬। এ বছর, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫ টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫ টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্ত্বা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পৌষ্য কোটা ২০, চা শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D