বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও দোয়া মাহফিল

সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়।

গত বুধবার (০১ জানুয়ারী) ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৫টায় (মাগরিবের নামাজের পর) ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদে বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি কালাম বিন মনির।

উদ্বোধন ও দোয়া মাহফিলে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের, উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুব সম্পাদক শাহরিয়া হাসান, সিবিযুকস’র সদস্য মোঃ শাহী ইসলাম মারুফ, মোঃ শাহনুর আলী, উবায়দুল হাসান রায়হান, সামী আহমদ সহ প্রায় অর্ধশতাধিক মুসল্লি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট