সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ক্যালেন্ডার প্রকাশ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ক্যালেন্ডার প্রকাশ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৫ সালের ওয়াল ক্যালেন্ডার এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে।

৫ জানুয়ারি (রবিবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ এমদাদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, সকল হল প্রভোস্টবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং ডায়েরি ও ক্যালেন্ডার মুদ্রণ ও প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৫ সালের ক্যালেন্ডারে ঠাই পেয়েছে ঐতিহাসিক জুলাই বিপ্লবের গ্রাফিতি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, ক্যালেন্ডারে ছাত্র জনতার সংগ্রামের মূল্য এবং ঐক্যের শক্তির প্রতিক হিসেবে জুলাই বিপ্লবের প্রাফিতি ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি স্মরনীয় অধ্যায়। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে এবং জুলাই বিপ্লবের আন্দোলনকে প্রেরণা হিসেবে নিয়ে সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই বিপ্লব কেবল একটি আন্দোলন নয়, এটি বৈষম্যের বিরুদ্ধে গণজাগরণ। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রমান হয়েছে একতার শক্তি ও সংগ্রাম দেশকে বদলে দিতে পারে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট